কথা ছিলো পাশাপাশি থাকবো জনম ভর,
শতো বাধায় হবোনা তো কভু মোরা পর ।।
কোথায় গেলো জবান তোমার আমি যে কি পেলাম,
শূন্য মাঝে একা-একাই ভালোবেসে গেলাম।।
ভালোবেসে আঘাত শেষে তবু ভালোবেসেই গেলাম ।। ঐ
যখন দেখা তোমার-আমার হাসতো ফুলের বন,
একদিন না হয় যদি দেখা কাঁদতো শুধু মন ।।
হাসির বদলে শুধুই কান্নার সাথী হয়ে গেলাম ।।
ভালোবেসে আঘাত শেষে তবু ভালোবেসেই গেলাম ।। ঐ
সেই দিন গুলো স্মৃতি হয়ে বাঁচে আমার মনে,
সে ব্যথা দেয় দুঃখ বাড়ায় কাঁদায় ক্ষণে-ক্ষণে।।
সুখের বদল দুঃখ কেনে ব্যথাই শুধু পেলাম ।।
ভালোবেসে আঘাত শেষে তবু ভালোবেসেই গেলাম ।। ঐ