যার মনে আজ বসত আমার হয়নি তো তার মন দেখা,
সোজা পথের মানুষ আমি চলি না কভু বাঁকা।।


সকাল বলি আমি যখন সে বলে তা বিকেল,
আম কে বলি আম যখন আর সে বলে তা বেল।।
কার সাথে কার জীবন বাঁধা আগে থেকেই লেখা।।ঐ


আপস করে ঘর বেঁধে আজ লোক দেখানো সুখে,
ভালো আছি ভালোবাসি - মন থেকে নয় মুখে।।
থেমে যাবে জীবন আমার থমকে দাঁড়ায় চাকা।।ঐ


সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৩ ফাল্গুন ১৪৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪