ভালোবেসেই থাইকো কাছে সকাল দুপুর সাঁঝে,
চাই গো সখি তোমায় আমি থাকো হৃদয় মাঝে।।
“আমার ঘর বলো আর পর বলো সব খানেতেই তুমি
কত্তোখানি ভালোবাসি জানে তা অন্তযার্মী”।।
আকাশ সাক্ষী বাতাস সাক্ষী সাক্ষী সাগর-নদী,
এক পৃথিবী ভালোবাসাই বৃথা না হও যদি ।।
সব কিছু মোর তোমায় ঘিরে তুমিই সব চে দামী ।।
কত্তোখানি ভালোবাসি জানে তা অন্তযার্মী
“আমার ঘর বলো আর পর বলো সব খানেতেই তুমি
কত্তোখানি ভালোবাসি জানে তা অন্তযার্মী”।।
এই জীবনে থাকলে পাশে করবো যে জয় বিশ্ব
দূর যদি হও কোনো কারণ যাবো হয়ে নিঃস্ব ।।
প্রথম আর শুরু মধ্যম শেষ তিন জীবনেই তুমি ।।
কত্তোখানি ভালোবাসি জানে তা অন্তযার্মী
“আমার ঘর বলো আর পর বলো সব খানেতেই তুমি
কত্তোখানি ভালোবাসি জানে তা অন্তযার্মী”।।
ভালোবেসেই কাছে র’বে সকাল দুপুর সাঁঝে,
চাই গো সখি তোমায় আমি থাকো হৃদয় মাঝে।।
“আমার ঘর বলো আর পর বলো সব খানেতেই তুমি
কত্তোখানি ভালোবাসি জানে তা অন্তযার্মী”।।
০৬/০১/২০১৯