ও ভবের কারিগর কোথায় তোমার বাড়ীঘর
থাকো কোথাই নিরাকারে দেখো নিরন্তর।।


একটি পাতা নড়ে নাতো তোমার হুকুম ছাড়া,
অপূর্ণ সব বিশ্ব সংসার  তোমার দয়া হারা ।।
চলে সবই যেমনি চালাও তেমনি চলে ধরা ।।
কারো কি সাধ্য আছে হতে তোমার বরাবর ।। ঐ

সব জায়গাতেই থাকো তুমি সবাইতে বিরাজ,
সৃষ্টি তোমার বিশ্ব ভুবন অসীম তোমার কাজ ।।
দিবা নিশি ডাকি তোমায় কইরোনা গো পর ।।ঐ