ধরেছিলাম হাতটি যে তোর রেখেছিলাম চোখে চোখ,
মুখে-মুখে রটবে কথা দেখবে ষোল কোটি লোক ।।
জন্ম থেকে মৃত্যু আদি চলবো যে সাথ জনম ধরি,
এক সে জীবন বেঁধেছি তোর সাথে আমার জীবন তরি ।।
হাসলে যে তুই আকাশ হাসে বাতাস হাসে পালায় যতো শোক।
কাছে আসা দূরে যাওয়া সঙ্গে থাকার যতো ভুল,
সুখে-দুখে পাশা-পাশি তোর সাথেই ভিড়বো কূল।
কাঁদলে যে তুই ঝর্ণা কাঁদে সাগর কাঁদে জলে ভরে বুক ।।