চাই না আমি দালান কোঠা চাইনা ঘর বাড়ি
তোমায় ছাড়া জীবন আমার ভাবতে যে না পারি ।।


সকাল বিকেল মিশে আছো আমার বুকের এই অন্তরে
যদি কভু শোনতে যে পাই সঙ্গেতে নাই যাবো যে মরে ।
আমার সাথে তুমি যেন ইঞ্জিন আর গাড়ি ।।


দিনের বেলায় সূর্য ভালো, রাতের কালে আকাশে চাঁদ,
জোনাক জ্বলে মন যে নাচে জোছনা রাতে আলোর বাঁধ ।
চলে যদি যাবে কভু দুনিয়া দেব ছাড়ি ।।