তোমার পথো চেয়ে আমার কাটে সারা বেলা
এসো কাছে ভালোবেসে গলে দেবো মালা।।


দূরে তুমি ভাল্লাগে না কোথায় খোঁজে পাই
কোন সে বনে কোন মনেতে আছো কোথাই যাই।।
মন যে আমার থাকে খোলা দিবা-নিশি দেয় দোলা।।
এসো কাছে ভালোবেসে গলে দেবো মালা ।। ঐ


তুমি আমার মনের মানুষ আশা ভালোবাসা
তুমি ছাড়া দিন কাটে না আঁধার সর্বনাশা।।
প্রাণ যে আমার তোমার আশায় মেলে প্রেমের ডালা ।।
এসো কাছে ভালোবেসে গলে দেবো মালা।। ঐ