তোমার মনের রেল গাড়িটা থামবে যে কোন স্টেশনে?
ধুপ ধুপে ধুপ চলছে যে চুপ অজানা কোন আনমনে।।


ইঞ্জিন বডি এক কাতারে তেল ছাড়া এই গাড়ি,
কতো রঙের বানাইয়াছে যে সুন্দর একখান বাড়ি।।
বাড়ির ভিতর আসা-যাওয়া দেখে না কেউ কোন ক্ষণে।ঐ


প্রাণ পাখিটা চলে গেলে থাকবে পড়ে নিথর দেহ,
কোন আকাশে গেছে উড়ে খোঁজবে না আর কেহ।  
ভুলে যাবে সব পরিচয় থাকবে না আর জনে-জনে।।ঐ


শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ শ্রাবণ ১৪২৪, ২২ জুলাই ২০১৭