সংসার খাঁচায় বন্দি হইয়া
কান্দে পাগল যাযাবর,
আপন রাইখা দুরে-দূরে
পরের সাথে বাইন্দা ঘর।।


দুরন্ত সেই যুবক ছেলে
অশান্ত বাউন্ডুলে,
থেমে গেছে উৎসব তাঁহার
ভীড়ছে যে নাও কুলে।।
আকাশটা তার ছোট হয়ে
দুনিয়া হয়ে পর।। ঐ


মুক্ত পাখি আকাশ বাকী
হয়নি দেখা আর,
বান্দা পইড়া তার বাগানে
শিকলটা যে কার।।
খুঁজে-খুঁজে খাঁচার দুয়ার
ভাঙ্গলো যে তোর পাঁজর ।।ঐ


অক্টোবর ২০১৮