আকাশ র’বে নীল জ্যোৎস্নায়
নদী মিলে সাগর মোহনায়,
দিন শুরু হয় প্রেম বাসনায়
ভাঙ্গে যে ঘুম তোমার কামনায়।।
“পাখি ফুল গায়, নানা সুর পায়
তাই তো দূরে না যাই”।।


হাজার স্বপ্নের প্রাসাদ গড়ে
তোমায় শুধু চাই,
তোমার প্রেমে ডুব দিয়ে যে
নিজেকে হারাই।
তোমায় মিশে আমার এই মন
সুখের ঘর সাজাই ।।ঐ


সাগর বুকে ঝিনুক মাঝে
মুক্ত খুঁজে পাই,
কঠিন পাথরে প্রেমো জোরে
আমি ফুল ফুটাই ।।
তোমায় পেয়ে পাগল এই মন
সানাইয়ের সুর বাজাই।।ঐ