বুকে আমার দুঃখের নদী
চোখে অশ্রু জল,
কেমন করে দুঃখ দিলে
একবার সখি বল ।।


কাছে এসে তোরে আমি
দিছি প্রেমের বিমল,
দূরে গিয়ে ভুলে ছিলে
হয়েছে সব বিফল ।
ও তোর জন্য দিলাম পাড়ি
সাত সাগর আর তের নদীর জল ।।ঐ


পেতে দেখা ভালোবাসার
মনটা যে আজ আকুল,
অথৈ জলে ভাসে নৌকা
ক'বে পাবো যে কূল ।।
ও তোর আকাশ ছোঁয়ার ইচ্ছে-
গুলো ডাকছে তোরে এবার চল ।। ঐ