হৃদয় পুরে লাগলে আগুন নয়নপুরে যায় দেখা,
মনের অফিস একটাইতো নেই যে কোন শাখা।
অথবা-
হৃদয়পুরে লাগলে আগুন নয়নপুরে দেখা যায়,
যায় না নিভে আগুন যদিও এক সাগর পানি খায় ।


কানপুর আমার বুঝ মানেনা শোনতে আরো চায়,
সত্য মিথ্যে অনেক শোনে, শুধু শুধুই ক্ষেপে যায়।
ও যার মনে আমি মন রেখেছি সে শুধু বদলায়। ঐ


কতো তারে মানা করি পোড়ামন, শুনেনা বাধা,
তার কথা ভেবে ভবে শ্যাম আমি, সে যে রাধা ।
ও তার হাত ধরে চললে পথে দুঃখ সব পালায়। ঐ


বুধবার, কুমিল্লা
০৫ মাঘ ১৪১১, ১৯ জানুয়ারি ২০০৫