রঙ্গীন ঘুড়ি হইয়া উড়ি তোমার আকাশ মাঝে,
মারলে যে টান নাটাই চিড়ে চলে যাবো সাঁঝে।
থামবে আমার ছলাকলা রং তামাশা যাদুর মেলা,
বেলা রেশে অবশেষে থামবে সকল খেলা।।
সুখের নায়ে চড়ে ও তো বেদনার সুর বাজে।ঐ
যাচ্ছে যে দিন ভালোয়-ভালো আগামী তো আঁধার,
নেক কাজে কেউ দেয়া না যে সাথ মন্দে সাথী হাজার।।
দুঃখের ভাগেই থাকছি ভেসে করুণার নুর সাজে।ঐ
শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ শ্রাবণ ১৪২৪, ২২ জুলাই ২০১৭