তোর বুকের-ই রঙ্গীন ঘরে
রইবো সখি লুকিয়ে পরে,
‘আসবো যাবো দিবা-নিশিই’ (।।)
থাকি বেঁচে কিবা মরে ।।


তোর আকাশে উড়বো আমি
নানা রঙ্গের ঘুড়ি,
‘মেঘের বুকে ভেসে বেড়াই’ (।।)
প্রেম অনলে পুড়ি ।।
আগুন বুকে সুখের জলে
শান্তি আনবো ঘরে।। ঐ


কদম ফুলে বৈশাখ দোলে
নদীর বুকে জোয়ার,
‘বারো মাসী সুজন-সখি’ (।।)
তুই ছাড়া কে আছে আর।।
তুই আর আমি দু’জন মিলে
থাকবো জনম ধরে।। ঐ