প্রবাস জীবন! ভাবছো বসে দেশে, আছে মহা সুখে,
কান্না লুকিয়ে ওরা সদাই হাসে, যতোই থাকুক দুঃখে ।।


কান্দে মায়ের মনটা শুধু খোকা যে তার কেমন আছে
দূর প্রবাসে মরুর বুকে খোকা কেমন করে বাঁচে ।।
ছেড়ে দেশের মায়া টাকার তরে মরছে ধুকে-ধুকে ।।


কতো ভাবি তোমায় আমি তবু পাই না তোমার ছোঁয়া
স্বপ্নে তোমায় দেখি যে মা হাত বাড়ালে শুধুই ধোঁয়া ।


দুঃখ নদী দিয়ে পাড়ি পৌঁছবে যে সে সুখ নগরে
কতো আশা ভালোবাসা জমা যে তার মন অন্তরে ।।
কেটে গিয়ে আঁধার সবই নতুন ভোরের স্বপ্ন বুকে ।।


বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৪ শ্রাবণ ১৪২৪, ১৯ জুলাই ২০১৭