ঘর বেচে আর বসত-বাড়ী এলাম ছুটে প্রবাসে,
রেখে এলাম আপন পিছে কাঁদে মা বারো মাসে।।


সকাল থেকেই ফোনের কাছে প্রিয়জনরা বসে থাকে,
ইমুতে হয় কথা যে হয়, ভরে না মন কথার বাঁকে।।
স্বপ্নে শুধু যায় দেখা যায় প্রিয় মানুষ আশে-পাশে। ঐ


বালিশ ভিজে চোখের জলে কষ্ট বুকে চেপে,
একলা একা প্রবাস জীবন চলছে সময় মেপে।।
ফিরবো ক'বে আপন বাড়ী থাকছি বসে সেই আশে।।ঐ


বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৪ শ্রাবণ ১৪২৪, ১৯ জুলাই ২০১৭