তুমি) এমন করেই চলে যাবে
ভাবিনি তা কভু,
আশায় আসি আসবে ফিরে
বাসবে ভালো তবু।।


মোরা) যতোটা পথ দিলাম পাড়ি
ছিলে পাশে-পাশে,
সুখে-দুখে মিলে-মিশে
দু'জন ভালোবেসে।।
একটি দোয়াই করছি আমি
পূরণ করো প্রভু ।।ঐ


তুমি) মাঝ পথে মোর জীবন নায়ে
জোয়ার তুলে দুলে,
হাত ছেড়ে মোর একলা পথে
ফেলে গেলে ভুলে।।
তোমায় ছাড়া চাইনা কিছুই
গেড়েছি প্রেম তাঁবু।।ঐ