ও তোর) পাইতে দেখা প্রাণের সখা ঘুরছি বন-জঙ্গলে,
দূরে রাখিস, কোথায় থাকিস খুঁজবো কি মঙ্গলে ।।
দেখা দিয়ে স্মৃতি নিয়ে খেলিস তুই কি খেলা,
তোরে চেনা হয়নি জানা ভাবনায় কাটে বেলা।।
ও তার) মনের সাথে মন মিলাইয়া প্রেমের মালা গলে ।। ঐ
প্রেম সাগরে নামাই মোরে ছেড়ে দিলে হাল,
পথো হারা নাবিক আমি আছি ধরে পাল ।।
ও তোর) প্রেমের কথা পড়লে মনে পরাণ আমার জ্বলে ।। ঐ