অভিমানে ডুবে থাকো করতে আমায় দূর
মনের মাঝে বাজে শুধু তোমার প্রেমের সুর ।।
যতোই তুমি দূরে রাখো আসবো আমি ফিরে
ভালোবেসে রাগ ভাঙ্গাবো থাকবো তোমায় ঘিরে ।।
হাসবে আকাশ বইবে বাতাস(২) দেখো ভালোবাসার নুর। ঐ
ভুল করেও কোন ভুলে হবো না তো পর
শতো বাধায় তোমায় নিয়েই বাঁধবো প্রেমের ঘর ।।
থাকলে তুমি পাশে আমার (২) সুখ বাহির-অন্তপুর। ঐ