তার হাতে মোর নাটাই সুতা
তার আকাশে উড়ি,
আমার আমি মুক্ত পাখি
তার হাতেরই ঘুড়ি।
আপনারে পর করিয়া
পর করিলাম আপন,
পথের ধারে সব ছাড়িয়া
বেঁধে শূন্যেতে মন।
পাথর ভেবে ফেলে দিলাম
আসলে তা নুড়ি।। ঐ
মেঘের বুকে বৃষ্টি নামে
বিজলী করে চমক,
ঝড়ের ভয়ে ঘরে ফিরে
ভাগ্যে আমার ধমক।।
ঘরের মানুষ ঘর হারিয়ে
পথে-পথে ঘুরি।। ঐ
১৪/১০/২০১৮