নারী আমি এই পৃথিবীর আমার ঘরটা কই?
বাপের ঘরে জন্ম নিয়ে স্বামীর ঘরে রই ।।


ছেলের ঘরেই কাটবে জীবন যতো বেঁচে রই,
বৌ মা এলে কভু আবার চাকরাণী যে হই।।
বিনা রোষে ভাগ্য দোষে আপন কারো নই।।ঐ


বানর হয়ে খেলা শেষ বৃদ্ধাশ্রমেই পাই,
রঙের এই দুনিয়াতে ঘর বলে তো কিছুই নাই।।
সবার ঘরে আমি নারী ঘর হারাই রই।।ঐ


মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৩ শ্রাবণ ১৪২৪, ১৮ জুলাই ২০১৭