মনরে আমি বুঝাই কতো সে তো বুঝেনা
ভূগোল বুঝে মন যে আমার গুগল বুঝেনা ।


চিঠির আশায় বইসা থাকে ই-মেইল খুঁজে না
আদি যুগে রইছে মন আধুনিক হইতে চায় না।
কবুতরের পায়ে খুঁজে টুইটারের পাখি দেখেনা
ফেসবুকের পোস্ট দেখে চিরকুটের আশা ছাড়ে না ।


টুইটারে টেন্ট করে ফেসবুকে ট্যাগ করে
লাইক শেয়ার কমেন্টস্‌ সবই করে ।
তবু মন খুঁজে অতীত সাদা কালো সোনালী দিন
ভুলে গিয়ে গত দিন বাড়ে জীবনের যতো ঋণ
কবুতরের পায়ে খুঁজে টুইটারের পাখি দেখেনা
ফেসবুকের পোস্ট দেখে চিরকুটের আশা ছাড়ে না ।