ছবি তার মনের মাঝে সুরে-সুরে নিত্য বাজে
তাঁর খেয়ালে দিবা-নিশি মন যে রাঙে নানা সাজে ।।


রাতেরি ঘুম দিনের মতো সন্ধ্যা রাতে জোনাক জ্বলে,
ঘুম পাড়ানি মাসি-পিসি ঘুমের ঘোরে ঘুমের তলে ।।
কোন রাতের ঐ বাঁকা চাঁদে ঘুম হারালো কোন সে লাজে। । ঐ


স্বপ্ন যে আজ হারালো দূর কোন আকাশের সীমা ধরে,
খুঁজি আমি মনের মানুষ স্বপ্ন রঙ্গিন আপন ঘরে ।।
কোন অজানায় হারালো সেই খুঁজি তাঁরে কিসের মাঝে । । ঐ