যে চোখে তুই স্বপ্ন দেখিস সেই চোখে কি আছি?
একলা আমি জীবন নদী তোর আশাতে বাঁচি ।।
ভুল গুলো সব কুল পেয়েছে মান অভিমান ভেঙ্গে/ভুলে
গত জীবন কতো মধুর ছিলো তোমার সঙ্গে/দলে
ভেবে সেই দিন মনের সুখে খুশিতে এই নাচি ।। ঐ
ডাকলে তুমি আসবো ছুটে থাকি যতোই দূরে,
শতো বাধা-বিঘ্ন ঠেলে সুখের সুরে-সুরে ।।
আসিস ফিরে মনের ঘরে থাকুক অভিরুচি।। ঐ
শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
১২ মাঘ ১৪৩০, ২৬ জানুয়ারি ২০২৪