দূর আকাশের তারার মাঝে তোমায় আমি খুঁজি
আর কিছু না বুঝি আমি তোমায় শুধু বুঝি।


তুমি আমার মনের মানুষ এই হৃদয়ে রাখি
দুরে-দূরে থাকো তুমি কাছে আসার বাকী।
এই জীবনে তুমি আমার সুপ্ত প্রেমের পুঁজি।


কূল হারানো নদী আমি যদি দূরে থাকো
বেঁচে উঠি নতুন করে যদি বুকে রাখো।
তোমায় ছাড়া বাঁচবো না কইলাম সোজাসুজি।