মানুষের পৃথিবীতে মানুষ খুঁজে
ক্লান্ত আমি অবশেষে এলাম ফিরে
আকাশ দেখেছি দেখেছি যে সাগর
প্রকৃতিকে দেখেছি ভালোবেসে নীড়ে।
বরফের দেশে মরুর বুকে আফ্রিকার জঙ্গলে
রঙ্গীন পৃথিবীর রঙ্গ শালায় নাকি থাকো মঙ্গলে ।।
জল-স্থল-বায়ু খুঁজেছি মানুষ আমি আশার তীরে ।।
ঘুরেছি দেশ মহা দেশ নগর শহর গ্রামে
ট্রেনে প্লেনে বাসে ড্রামে লোকাল জ্যামে ।।
রাস্তা-ঘাঠ-নদী খুঁজেছি মানুষ আমি মানুষের ভিড়ে ।।
ছন্দ: ছন্দ নেই