হাজার বছর সঙ্গে থেকে যায় না চেনা মানুষ
কী রূপে বানাইছ তুমি আজো হইলো না হুঁশ ।।
যায় না চেনা মানুষ আজো হইলো না যে হুঁশ ।।
জলে ভাসে পদ্ম ফুলে সে কি চেনে গো জল?
অল্প জলের মাছ কি বুঝে সাগর গভীর অতল ।।
হঠাৎ অধিক পেয়ে গেলে জ্ঞান হারিয়ে বেহুঁশ।।
যায় না চেনা মানুষ আজো হইলো না যে হুঁশ ।।ঐ
বামণ হইয়া চাঁদের বুকে হাত বাড়ালো যে জন
শূন্য মাঝে পুণ্য খুঁজে মিটে সে ক্ষণে-ক্ষণ ।
ভুল মানুষে ভালোবেসে মিথ্যের উড়ায় ফানুস।।
যায় না চেনা মানুষ আজো হইলো না যে হুঁশ ।।ঐ