ও মাঝি কও গিয়া তারে পথ চেয়ে মোর কেনো শুধুই থাকে?
কাটে না দিন আমি ছাড়া তবু কেনো দূরেই আমায় রাখে।।?
আমার) চলছে জীবন তারে নিয়েই ভালোবাসি যারে,
ও মাঝি কও গিয়া তারে ভালোবাসি যারে।।
উজান গাঙের দূরের দেশে অভিমানে চলে গেছে,
ভুলতে তো আর পারেনি সে উঠছে যে তার মনে ভেসে।।
তারে) যুগে-যুগে ভালোবেসে আসবো বারে-বারে।।
হয় অবসান পেরেশান সব আসবে মনে শান্তি ফিরে,
দূর করিতে দুঃখের বোঝা, থাকবো না আর অন্য ভিড়ে।।
তোমার) কান্না ভাগে সুখের আগে খুঁজবো আমি দ্বারে দ্বারে।।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৪ শ্রাবণ ১৪২৪, ১৯ জুলাই ২০১৭