যদি যাবেই চলে একা ফেলে
কেনো গো ভালোবাসা শেখালে,
যদি ভুলেই যাবে দূরে গিয়ে
কোনো গো সুখের পাখি দেখালে ।।
তোমার পথো চেয়ে কাটে বেলা
কেনো তবে ভাঙ্গলে মিলন মেলা।
কি মোহ মিছে মায়ায় জড়ালে ।। ঐ
স্মৃতির জোনাক জ্বলে আর সে নিভে
ছবি তোমার বুকে আমার পাবে ।।
কেনো দূরে গিয়ে আমায় কাঁদালে।।ঐ