কার লাগিয়া কান্দিসরে মন সেই কি তোর খবর রাখে
তার পথে সে চলে গেছে হারালো যে এ জীবনের বাঁকে।।


ও সে) ভালবেসে কাছে টেনে দূরে দিল ঠেলে
চেয়ে থাকি তাহার পথো পানে আঁখি মেলে।
মনে উড়ে বেদনারই মেঘ, বৃষ্টি হয়ে ঝাঁকে ঝাঁকে।।


ও সে) দূরে গিয়ে ভালো আছে ভুলে আমার কথা
মনে রেখে তারে আমি যাচ্ছে কাটা মাথা।
দুই চোখেতে জলের নদী ঝর্ণা হয়ে ঝড়ে ফাঁকে ফাঁকে।।


(সম্পাদিত)