'অনেক কথা বলার ছিলো’
হয়নি বলা,
এক জীবন; হাত রেখে হাতে
হয়নি চলা ।।


আঁধার রাতে চাঁদের মেলা
জ্যোৎস্না ঝরে মাটিতে,
সখি তোমায় ভালোবেসে
গেছি মিশে তোমাতে ।।
জানি শুধু বাসতে ভালো
শিখিনিতো ছলাকলা ।। ঐ


গানের পাখি সুরের তালে
নৃত্য করে ডালে,
ঘর হারা লোক ঘর মিলেনা
না থাকে কপালে ।।
জানি শুধু আসতে কাছে
হউক আঘাত শত দলা ।। ঐ