হারানো সুখের দিন দুঃখের আগুনে
ভালোবাসা খুঁজে পাবো কোন সে ফাগুনে।।
"দুঃখ যে তার মন মন্দিরে নিত্য করে খেলা
একলা আমি সাগর পাড়ি লাগুক দুঃখের দোলা"।।
কতো সুখে ছিলাম মোরা চোখে রেখে চোখ
খুশিতে মন হাসতো গর্বে ভরে যেতো বুক ।।
কী ভাবে যে ভেঙ্গে গেলো রঙ্গীন মিলন মেলা ।।ঐ
শূন্য করে বুকটা আমার সে যে গেলো চলে
চাঁদের আলোয় খুঁজে বেড়াই ভাবছি তুমি এলে।।
পথ চেয়ে তার কাটে আমার দিন-রাত সারা বেলা ।।ঐ