ঘরের খুঁজে পথে নেমে ঘর খুঁজে আর না পায়,
পাগল মন যে আমার কাঁদে ঘরের মানুষ হারায়।


মনের সাথে বেঁধে এই মন করলে যারে আপন,
দিবা-নিশি তার তরে তে তোমার কাঁদে যে মন।।
হাত ধরে তার পৌঁছে যাবে তুমি সুখে-ই পাড়ায়।।ঐ


শূন্য হাতে নামলে পথে বিশাল আকাশ গড়,
সাগরে ঝাঁপ দিয়ে তুমি সাঁতার জানার ভান করো।
খেয়াল রেখো পথ হারিয়ে সুখ যেনো না পালায়। ঐ


শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ শ্রাবণ ১৪২৪, ২২ জুলাই ২০১৭