গাও গেরামের মানুষরে ভাই গাও গেরামের কথা কই,
মাঠে-ঘাটে নদীর পাড়ে ধানের ক্ষেতে সকাল-বিকাল রই ।
পুকুর জলে মাছ ও ধরি রুই কাতলা কৈ,
ছিঁড়া-মুড়ি নাস্তা করি সঙ্গে থাকে খৈই।
সুখে-দুখে মিলে-মিশে গ্রামেই সবাই রই ।। ঐ
সন্ধ্যা হলে গায়ে বসে গানেরই আসর,
জারি-সারি ভাটিয়ালি বাংলা ঘ্রাণের আঁচড়।।
ঝড় বন্যায় কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে সব হই ।। ঐ
বুধবার, কুমিল্লা
০৫ মাঘ ১৪১১, ১৯ জানুয়ারি ২০০৫