আমার গানের পাখি কবেই সেই হারিয়ে গেছে,
বৃথাই তারে খুঁজি আমি ফিরে নাহি আসে ।।


ভেঙ্গেছে যে সুখের নীড় লোকালয়ে করে ভিড়,
ভেবেছি তারে যে আপন বুঝেনি সে মন হারছে বীর।।
এক আকাশ নীল বুকে নিয়েছি তুলে তাকে ভালোবাসে।।ঐ


তারে নিয়ে বেঁধেছি সুখেই ঘর সে ভাবে আমায় পর
আমি হতে যে চাই তার বর, সে খুঁজে অন্য নর ।।
পৃথিবী নিঠুর ভাবিনি আগে, বুঝেছি তোমায় মিশে ।।ঐ


৩০ জুন ২০১৮ ইং