ভুইলা গিইয়া আমার কথা
আছো কি গো সুখে,
দুঃখ যদি আসে কভু
আইছো ফিরা বুকে।।


কি পেয়েছো দূরে গিয়ে
বলো আমায় সখি,
শূন্য খাতা রইল খালি
দুঃখ কোথায় রাখি।।
রেখো মনে আমায় তুমি
মিলবো জীবন বাঁকে।। ঐ


বেঁধে তোমায় প্রেমে ডোরে
থাকবো মাখা-মাখি,
হাত বাড়ালাম তোমার আসা
রইল শুধু বাকী।।
থেকো আমার এই জীবনের
সর্ব সুখে-দুঃখে।।ঐ