উজার করে মনটা আমি বাসি ভালো দেইনি একটুও ফাঁকি,
মন ভরে না বলো তুমি লাগে খালি রইছে আরো বাকী ।
জানি তুমি চির কালই কাঙ্গাল প্রেমের যেমন কাঙ্গাল আমি,
কতোটুকু ভালোবাসি তোমায় সাথী জানে অন্তর্যামী ।।
বুক পকেটে অতি যত্নে ভালোবেসে ছবি তোমার রাখি। ঐ
সকাল-বিকাল বায়না ধরো থাকি যেন তোমার পাশে-পাশে,
থাকতে তো মন চায় যে আমার দূরে তে নয় ফিরতে তোমার কাছে ।।
এক জীবনে কতোটুকু আর যে কতো কাছা-কাছি থাকি। ঐ