আমি দুঃখী তুমি দুঃখী আমরা দু’জন কাঁদি
চলো সখি দুঃখী দু’জন মিলেই ঘর বাঁধি।।
দুঃখ চাদরে গতর ঢেকে দুঃখের রঙ্গে সাজি।।
কান্না জলে হয় না সয়লাব আসবে না আর বান,
জলে-জলে করবে খেলা ভাঙ্গবো অভিমান।।
একা দুঃখী তুমি তো নও ধরবে জীবন বাজী।।
দুই দুঃখী এই মিলই করবো দুঃখ সকল দূর,
নীলে-নীলে সাজবে দিলে জ্বলবে আলোর নুর।।
একা সুখই আমিতো নই থাকলে সুখে রাজী।।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
০৯ শ্রাবণ ১৪২৪, ২৪ জুলাই ২০১৭