তোর পিরিতির ডিঙ্গা নায়ে
ভাসছে মন জল তরঙ্গে,
হাজার বছর ছিলাম আমি
আমরা দু'জন এক সঙ্গে।।


সেই জীবনে এই জীবনে
নয়তো তেমন ব্যবধান,
সমান্তরাল ছিলাম মোরা
যেমন সমানে-সমান।
আমরা দু'জন পাশা-পাশি
মিশে ছিলাম এক রঙ্গে।। ঐ


যেমন আমি তেমন তুমি
দুই জনে এক জীবন,
একই নদীর এক মোহনায়
মিলেছে যে এই মন।।
আমরা দুজন ভালোবেসে
ঘর সাজাবো এই বঙ্গে ।।ঐ