ও তোর) দেহের মাঝে একখান ঘড়ি
চলতাছে যে জনম ধরি,
লাগেনা কারেন্ট ব্যাটারি তার
থামলে একবার চলে না আর সেই ঘড়ি ।।


এক সে রাজা চালু করে দিলো ছেড়ে ভবের মাঝে,
ঘড়ি যে তার ইচ্ছে মতো নানা রঙ্গে নিত্য সাজে ।।
ও তার) দেখা মিলা সাধ্য যে কার হাতটি ধরি ।। ঐ


বাজে ঘড়ি টিকটিক যায় যে সময় চলে ঠিক-ঠিক,
যদি ভুলে যাও দিক পাওয়ার চেয়ে হারবে অধিক ।।
ও যে) বানাইছে ঘড়ি তার জন্য আমি মরি ।। ঐ