চলো স্বপ্ন কুড়াই চলো লোকালয় ছেড়ে দূরে যাই,
আমরা দু’জন আকাশের সীমানায় চলো ঘর সাজাই।


তুমি-আমি উপর আকাশ চারিদিকে শুধুই বাতাস
মেঘের নায়ে ভেসে বেড়াই পেতে সুখের অবকাশ।
মন মন্দিরায় বেঁধে তোমায় চলো পালাই চলো পালাই।


সাগর নদী বহে নিরবধি উড়ে পাখি ওরা স্বাধীন,
দেশ সীমানা কাঁটাতার নেই মুক্ত নয়তো কারো অধীন।
নিজের ভেতর শত্রু যে তার চলো বুকে আগুন জ্বালাই।


ঠিকানা যার খোঁজে-খোঁজে ক্লান্ত তবু নেই বাহানা,
একই স্বপ্নে বিভোর থাকি এক জনেরই আরাধনা।
তোমার মাঝে মজেই আমার আমিকে হারাই আমিকে হারাই।।


বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৪ শ্রাবণ ১৪২৪, ১৯ জুলাই ২০১৭