ও আমি যার লাগিয়া ঘর ছড়িলাম করলাম আপন-পর
সে আমার মন বুঝেনা দূরে থেকে ভাঙ্গে যে অন্তর ।।


কথা দিয়ে ভুলে যাওয়া ছিলো যে তার স্বভাব
সব কিছুই যে ছিলো শুধু ভালোবাসার অভাব ।।
ধোঁকা দিয়ে বোকা মোরে ভাঙ্গলে সুখের ঘর ।। ঐ


জলে-স্থলে থাকি আমি তুমি জ্বালো আগুন
বন্যা হয়ে আসো তুমি আনি আমি ফাগুণ ।।
ছলন তোমার বুঝার আগেই পৃথিবী মোর পর ।। ঐ