চোখের নজর রাইখা চোখে
মনে রাইখা মন,
শতো বাধা দূর করিয়া
কইরাছি আপন ।।
চন্দ্র-সূর্য সাক্ষী রাইখা
হৃদয় দিলাম তোরে,
যতন কইরা রাখিস সখি
ভুলিস না তুই মোরে ।।
তুই যে থাকিস হৃদয় মাঝে
সাজাই বিন্দাবন ।।ঐ
শত্রু কইরা আপন যারা
আপন করলাম পর,
সারা জীবন থাকিস সখি
বাঁধবো মোরা ঘর ।।
তোর মাঝেতে মজেই যাবো
করছি যে এই পণ ।।ঐ
২০/১০/২০১৮