যে যাবার গেছে হারিয়ে পাবো না আর ফিরে,
শূন্য করে বুকের খাঁচা হারালো অজানা ভিড়ে ।।


সকাল-বিকেল, সন্ধ্যা-রাত তার ভাবনায় জীবন পার,
থাকে সে অনেক দূরে খুঁজে সুখ দেখেনা বুক কার।।
আমি নেই আমার মাঝে বেঁচে থাকি তার মাঝে ঘিড়ে।। ঐ


ভুলে গিয়ে চোখের ভাষা, সে বাঁধলো বাসা কার মনে
লুটে আমার ভালোবাসা সখি হারালো কোন জনে ।।
ভালোবাসার টানে বধূ আসবে ফিরে আমার নীড়ে ।। ঐ