বন্ধু তোমার প্রেম সাগরে ডুব দিয়াছি
কূলের আশা করি নাই ।
থাকো কোথায় বন্ধু তুমি দূর অজানায়
তোমার খবর কেনো নাই ।।
আশা ছিলো মনে–মনে ঘর বাঁধিবো তোমার সনে,
কতো কথা বলে লোকে কতো শুনি জনে-জনে ।।
লোকের কথায় কোনো কালেই কান যে আমি দেই নাই ।।
হাতটি আমার ধরে তুমি কাছে টেনে করলে আপন
দূরে ছিলাম অন্য মানুষ ছিলো আমার অন্য ভুবন।।
চোখে তোমার চেয়ে আমি ভুল পথে পা বাড়াই নাই ।।