সকাল থেকেই বইসা আছি দেখা যে তোর পাইতে,
কোন সে গাঁয়ে থাকিস রে তুই কোন পথে হয় যাইতে।।
কোন পথে হয় যাইতে।।
বৈশাখ গেলো শ্রাবণ গেলো তুই তো ফিরে এলিনা
ভাদ্র আশ্বিন কাটছে একা শীত বসন্তে পাবো না।।
তোর বিহনে চলছে জীবন বেদনার গান গাইতে।।
বেদনার গান গাইতে।।
বারো মাসে তেরো প্লাবন উৎসব আনন্দে নাচন,
রং লাগা দিন ক্লান্ত বিকেল মধুর রাতের বচন।।
ভেবে যে তোর কথারে সই আশিক হয়ে বাঁচতে।।
আশিক হয়ে বাঁচতে।।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৩ ফাল্গুন ১৪৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪