"তোমার দেখায় বদলে গেছি
তোমার স্বভাবে,
মরেই যাবো বলছি আমি
তোমার অভাবে"।
ও আমার) বুকের ঘরে যত্ন করে
রাখছি তোমারে,
ফুলের ঘ্রাণে দিবা-নিশি
সুখের পাহাড়ে।।
ক্যামনে থাকিস দূরে কাঁদায়েই এই ভাবে ।।ঐ
ও তোমার) ছবি দেখে স্বপ্ন মেখে
এই বুকের গভীরে,
হারাই আবার ফিরে আসি
হাজার লোকের ভীড়ে।।
ক্যামনে রাখিস গোপন ব্যথা কে পাবে।। ঐ