বাপের বাড়ী ভাইয়ের বাড়ী, ছেড়ে চলো শ্বশুর বাড়ী,
স্বামীর বাড়ী ছেলের বাড়ী, নারী কোথায় তোমার বাড়ী ।।
কোথায় তোমার বাড়ী নারী কোথায় তোমার বাড়ী ।।
ঘর সাজালে পরের ঘরে আপন করে পর,
ভুলে তুমি আপনারে সাজালে বাসর ।।
এক নিমিষে বদলে গেলো তোমার জীবন দাঁড়ি।
কোথায় তোমার বাড়ী নারী কোথায় তোমার বাড়ী ।। ঐ
আগে খাবে পুরুষ মানুষ থাকলে যে খাও তুমি,
কেমনে এতো ধৈর্য ধরো জানে অন্তর্যামী ।।
এই করুনায় বেঁচে আছি চলে জীবন গাড়ী।
কোথায় তোমার বাড়ী নারী কোথায় তোমার বাড়ী ।। ঐ