আমি যেই আকাশে ডানা মেলি
তাতে তুমি চিহ্ন ঢালো,
যেই সুরে গান ধরি আমি; বুঝি
তুমি আমায় বাসো ভালো ।।
তবে কি বুঝবো এটা; "দূরে না রাখার বায়না নয় কি" ? ।।
আমি যেই আগুন ধরি
তুমি তাতে জল ঢালো,
যে ফুলে দেই হাত আমি
তুমি সে ফুল কাটা ভরো।।
তবে কি বুঝবো আমি "এই কাছে থাকার বায়না নয় কি?"।।
আমি যেই নদীর ছোঁই জল
সে নদী দাও শুকিয়ে,
যে পথে চলি আমি
দাও সেই কাঁটা বিচিয়ে ।।
তবে কি বুঝবো আমি "এই পাশে থাকার বায়না নয় কি? ।।