আমি যাকে নদী বলি
বলো যে সাগর,
আপন করে কাছে টানি
তুমি করো পর ।।


তোমার-আমার এই ব্যবধান
যোজন-যোজন দূর,
এক আকাশের তলে তবু
বাজাই ভিন্ন সুর ।।
দু'জন থাকি দুই ভুবনে
স্বপ্নে বাঁধি ঘর ।। ঐ


পাখির গানে মুগ্ধ প্রাণে
শীতল মোদের প্রাণ,
মেঘের জলে বৃক্ষ ফলে
জুড়ায় যে প্ররাণ ।।


নদী মিশে সাগর জলে
ফিরে পাখি নীড়ে,
খুঁজে নেবো আপন করে
হাজার লোকের ভিড়ে ।।
মাটির ভুবন দু'জনার বাস
তবু নয় বরাবর ।। ঐ